শাশুড়ির করা মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন ইব্রাহিম ওমরের নামের এক যুবক। গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের কোতোয়ালি থানায় নারী ও শিশু দমন আইনে ওমরের নামে অপহরণের মামলাটি করেন তার শাশুড়ি।
তবে এই মামলাটি মিথ্যা ও এর সব অভিযোগ অবান্তর বলে দাবি করেছেন অভিযুক্ত ইব্রাহিমের স্ত্রী জান্নাতুল ইসলাম স্নেহা। বুধবার (৬ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
জানা গেছে, ইব্রাহিম ও স্নেহা আড়াই বছর আগে সনাতন থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। গত বছরের ৫ নভেম্বর ইব্রাহিম বিয়ে করেন জান্নাতুল ইসলাম স্নেহাকে। মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ ও মুসলিম যুবককে বিয়ে করায় শাশুড়ির দ্বারা মিথ্যা মামলার স্বীকার হয়েছেন তিনি।
এ বিষয়ে জান্নাতুল ইসলাম স্নেহা বলেন, আমার মা আমার স্বামীর নামে মিথ্যা অপহরণের মামলা দিয়েছেন। ইব্রাহিমকে বিয়ে করতে ও ধর্মান্তরিত হতে আমাকে কেউ জোর করেনি। এখানে অপহরণ করার তো প্রশ্নই ওঠে না। গত বছর নভেম্বরে আমি সেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
তিনি বলেন, ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রাপ্তবয়স্কা এবং সাবালিকা, আইনত সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ জ্ঞান এবং অধিকার আমার আছে। ইসলামে দীক্ষিত হয়ে আমি ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সনাতনা থেকে ইসলাম ধর্মে পরিবর্তন সংক্রান্ত হলফনামা সম্পন্ন করি। আমার স্বামীও প্রায় আড়াই বছর আগে সনাতন থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। গত বছরের ৫ নভেম্বর ইসলাম পালনের সুবিধার্থে এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
স্নেহা অভিযোগ করেছেন, আমার মা-বাবা এবং আত্মীয়-স্বজন যখন বিষয়টি জানতে পারেন তখন থেকে তারা আমার সংসার ভাঙার চেষ্টা শুরু করেন। তারা আমাকে জোরপূর্বক সনাতন ধর্মে ফিরে যেতে চাপ দেন। শুধু তাই নয়তোরা আমার স্বামীকেও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন আমার বাবা-মা।
তিনি বলেন, আমার মা গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের কোতোয়ালি থানায় নারী ও শিশু দমন আইনে আমাকে অপহরণ করা হয়েছে এই অজুহাতে ইব্রাহিম ওমরের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমার মা দাবি করেছেন, আমাকে নাকি অপহরণ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সাজানো।
জান্নাতুল ইসলাম বলেন, আমি রাষ্ট্র ও আদালতের কাছে আমার নির্দোষ স্বামীকে জামিন দেওয়ার এবং এই মামলাটিকে মিথ্যা বলে খারিজ করার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি। আমি এখনও বলছি যে, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি ও স্বেচ্ছায় ইব্রাহিমকে বিয়ে করেছি। আমি আমার স্বামীর কাছে থাকতে চাই।
এক প্রশ্নের জবাবে স্নেহা বলেন, রাষ্ট্রের দায়িত্ব যে কোনো ধর্মান্তরিতকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সরকারের কাছে আমার ও আমার স্বামী ইব্রাহিমের জীবনের নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইব্রাহিম ওমরের ভাই মুহম্মদ আল আমিন, তার বোনের ছেলে আশিকুর রহমান প্রমুখ।