ঢাকার মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালকে ঘিরে যানজট নিরসনকল্পে রোববার (১২ মে) ‘গেটলক চেকিং সিস্টেম’ নামের বিশেষ এক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
এই গেট লক চেকিং সিস্টেমে বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস ছাড়ার পর রাস্তায় যাত্রী উঠার নির্দিষ্ট স্থান ব্যতীত আর কোথাও যাত্রী উঠানোর জন্য বাস দাঁড়াতে পারবে না। এটি অমান্য করলে চালককে শাস্তির আওতায় আনার কথা বলছে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ। এজন্য বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে যাত্রীদের তালিকা, চালকের নাম ও গাড়ি নম্বরসহ একটি প্রস্থানপত্র দেওয়া হচ্ছে। বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে ট্রাফিক পুলিশ।
সোমবার (১৩ মে) দুপুরে মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনাল ও মহাখালী রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তায় দেখা যায়, আন্ত:জেলা বাসগুলোকে কেন্দ্র করে যানজট নেই বললেই চলে।
মহাখালী বাস টার্মিনালে যানজট নিরসনে সতর্কতার সাথে দায়িত্ব পালনরত একজন ট্রাফিক পুলিশের সদস্য নাম প্রকাশ না করার শর্তে দৈনিক খবর সংযোগকে বলেন, 'আগে এখানে খুব যানজট ছিল কিন্তু দুদিন হলো এখানে আর যানজট নেই। খুব ভালো হয়েছে এখন।
অপর এক ট্রাফিক পুলিশের সদস্য বলেন, 'আন্ত:জেলা বাসগুলো এখন মহাখালী কেন্দ্রিক যানজট সমস্যা তৈরি না করলেও ঢাকা সিটিতে চলাচল করা বাসগুলো ঠিকই রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এগুলোকে এখন গেট লক চেকিং সিস্টেমে আনতে হবে।’
মহাখালী রেলগেট মসজিদের সামনে দাঁড়িয়ে দেখা গেল, আন্ত:জেলায় চলাচল করা কিছু বাস গেট লক চেকিং সিস্টেম মেনে চলার কারণে যাত্রীদের হাত উঠানো সত্ত্বেও যাত্রী নিচ্ছেন না। বাসের হেলপার যাত্রীকে টার্মিনালে কিংবা বাসে উঠার নির্দিষ্ট স্থানে গিয়ে বাসে উঠতে বলছেন। বিষয়টি ট্রাফিক পুলিশও কঠোরভাবে দেখছেন।
রেলগেট মসজিদের পাশে একজন মহিলা আন্ত:জেলায় চলাচল করা একটি বাসে উঠতে গেলে ট্রাফিক পুলিশ বাসটিকে যাত্রী উঠার নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী নিতে নিষেধ করেন। আর তাই বাসটি ওই মহিলা যাত্রীকে না নিয়েই চলে যায়।
আবার ঢাকা-ময়মোনসিংহ রোডে চলাচল করা আলম এশিয়া নামের একটি বাসকে যাত্রী উঠানোর নির্দিষ্ট স্থান ছাড়াই ট্রাফিক পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাত্রীকে বাসে উঠাতে দেখা গেল।
গেট লক চেকিং সিস্টেম সম্পর্কে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক দৈনিক খবর সংযোগকে বলেন, জনগণকে রাস্তায় হাত উঠিয়ে গাড়িতে ওঠার অভ্যাস দূর করতে হবে। যাত্রীকে টার্মিনালমুখী করতে পারলে শৃঙ্খলাটা সুন্দর হবে।
তিনি বলেন, কোন ড্রাইভার গেট লক চেকিং সিস্টেম না মানলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, আমাদের একক প্রচেষ্টায় এই এলাকায় যানজট নিরসন করা সম্ভব নয়। গেট লক চেকিং সিস্টেমের এই উদ্যোগ সফল করার জন্যে প্রশাসন ও মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান দৈনিক খবর সংযোগকে বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে গেটলক চেকিং সিস্টেম চালু হওয়ার পর এ পর্যন্ত আন্ত:জেলায় চলাচলকারী ২৩টি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।