ডেমরার রি-রোলিং কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৭

রাজধানীর ডেমরার একটি রি–রোলিং কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ৭ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ জুন) রাত ৮টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩৪), মো. সুজন (২৫), শফিকুল ইসলাম (২৫), মো. রনি (৩৪) আমিনুল ইসলাম (২৬), দীপন দাস (৩৫) ও কাঞ্চন (২৭)।

ওই কারখানার সুপারভাইজার সাকিব খান জানান, রাতে রি–রোলিং মিলের ‘গিয়ার বক্স’ বিস্ফোরণ ঘটে। এতে ৭জন অগ্নিদগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট ও হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।