ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেমরায় অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

রাজধানীর ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. বাবুল মিয়া (৩২) নামের এক যুবক মৃত্যু হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মো. বাবুল মিয়া। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পথচারী আশিকুর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে। তিনি ডেমরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মতি মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় অটোরিকশা জব্দ ও চালককে আটক করে থানায় দেওয়া করা হয়েছে।

NB/FJ