যাত্রাবাড়ীর সড়কে গণপরিবহন নেই, ভোগান্তিতে মানুষ

অসহযোগ আন্দোলনের প্রথমদিন সকালে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় কর্মব্যস্ত মানুষের ভিড় দেখা গেলেও চলছে না গণপরিবহন। তবে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনা চলতে দেখা গেছে। 

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি, শনিরআখড়া, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়াও ডেমরা, স্টাফকোয়ার্টার এলাকায় ছিলো প্রায় একই চিত্র। তবে স্টাফকোয়ার্টার এলাকায় ট্রাক, পিকআপ, লরিসহ বিভিন্ন পণ্য পরিবহনগুলোকে সাড়িবদ্ধভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পরেছে কর্মজীবী সাধারণ মানুষ। তবে সড়কের কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে সরকার পদত্যাগের একদফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে বলেও ঘোষণা দেওয়া হয়। সবশেষ শনিবার মধ্যরাতেও এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।