ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহবাগে সংঘর্ষ, বিএসএমএমইউতে আগুন

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

হাসপাতালের ভেতর থেকে ছাত্রলীগের একটি অংশ ও বাইরে থেকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করছে। হাসপাতালের ২ নম্বর ফটক ভেঙে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

শাহবাগ ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। জানা গেছে, প্রথমদিকে শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এখন কোনও পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। তবে শাহবাগ থানা পাহাড়ায় কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

MB/FI
আরও পড়ুন