রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভালবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভালবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তল কভার উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানানো হয়।