রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, আ. আজিজ হাওলাদার ও মো. মিলন লাঠিয়াল। এ সময় তাদের কাজ থেকে একটি ছ্যান (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১২ অক্টোবর) রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
