বৃষ্টি কমার সাথে সাথে রাজধানী ঢাকাতে বেড়েই চলেছে বায়ুদূষণ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৯৫। বাতাসের এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। আজ সকাল সোয়া ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি। এই শহরের স্কোর ২৮৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি বা গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে—বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনীত রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।