বিশ্বব্যাপী অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে বায়ুদূষণ তীব্রতর হচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগে মাঝেমধ্যে বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক দিনগুলোতে দূষণের মাত্রা আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে।
আইকিউএয়ারের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৭৬। দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২১৪। এছাড়া ভিয়েতনামের হ্যানয় ২০৩, পাকিস্তানের করাচি ১৯১ এবং চীনের ছেংদু ১৭৩ যথাক্রমে তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে।

বায়ুমান বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর উপরে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। ঢাকার বর্তমান পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা