মোল্লা কলেজ ভাঙচুর, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনার পর মোল্লা কলেজের সামনে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপস্থিত পুলিশ সদস্যরা ডিএমআরসির শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছেন। 

মোল্লা কলেজের শিক্ষার্থীদের দাবি করেছে, প্রায় অর্ধশত সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে আটক রাখা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে বন্ধুর মৃত্যুর অভিযোগে রোববার দফায়-দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে। এ সময়, হাসপাতালটির পাশাপাশি সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়।