বড়দিন উদযাপন ও ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রতিবছরের মতো এ বছরও চলছে বর্ণিল আয়োজন।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) শুরু হওয়া এ জমকালো অনুষ্ঠান আগামী ৩১ ডিসেম্বর পযর্ন্ত হোটেল প্রাঙ্গণে ধারাবাহিক অনুষ্ঠিত হবে।
বুধবার বড়দিনে আসাদের জন্য হোটেলের প্রবেশমুখে একটা রেইনডিয়ার বানানো হয়েছে। ভেতরে টেরাকোটা চত্বরে ডুকলেই চোখে পড়বে বিশেষ আলোকসজ্জা। পাশেই সারপ্রাইজ উপহার নিয়ে শিশুদের জন্য অপেক্ষায় আছেন সান্তা ক্লজ। ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে হোটেলের লবি ও ক্যাফে বাজার। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুল সাইডে (ওয়েসিস) শিশুদের জন্য রয়েছে ক্রিসমাস কিডস কার্নিভ্যাল। যেখানে এবার বিশেষ আকর্ষণ ‘টগি ফান ওয়ার্ল্ড’। এখানে গেম রাইড, পাপেট শো, জাদু প্রদর্শনী, নাগরদোলাসহ রয়েছে নানা আয়োজন। কার্নিভ্যালে প্রবেশে টিকিটের মূল্য জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা। এই কার্নিভ্যালে অংশ নিতে পারবেন শিশু ও প্রাপ্তবয়স্করা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডেও আছে নানা রকম ছাড়।
২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে খুবই বর্ণাঢ্যভাবে বরণ করে নেওয়ার জন্য ৩১ ডিসেম্বর সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজার থাকবে বিশেষ বুফে ডিনার।