নতুন ইংরেজি বর্ষবরণ রাতে আতশবাজি ফাটাতে গিয়ে ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর বিভিন্ন সময়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
দগ্ধরা হলেন সেন্টু মিয়া (৪৫), সম্রাট (২০), তাফসির (৩) ও সিফান মল্লিক (১২)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বর্ষবরণ রাতে আতশবাজি ফাটাতে ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুই শিশুসহ চারজন দগ্ধ হয়ে এই হাসপাতালে এসেছিল। তারা সামান্য দগ্ধ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
দগ্ধরা হাসপাতাল এসে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় ঘটনার স্থান ও বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. ফারুক।