কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন

ঢাকার কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে এই আগুন লাগার খবর পাওয়া গেছে।

এই ভবনে বেসরকারি টেলেভিশন চ্যানেল একুশে টিভির অফিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, জাহাঙ্গীর ভবনের নিচতলায় থাকা ক্যাফেতে আগুন লাগার সংবাদ পেয়েছেন তারা। বর্তমানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।