‘লং মার্চে’র ঘোষণা দিয়ে চার ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন জুলাই-অগাস্ট অভ্যুত্থানে আহতরা। বিভিন্ন দাবি আদায়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ শুরু করেন তারা।
তবে কবে লং মার্চ করবেন সেই ঘোষণা দেননি তারা। সবার সঙ্গে আলোচনা করে লং মার্চ কর্মসূচি পরে তা জানানোর কথা বলেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন।
পরে রাত পৌনে ৭টায় তারা সড়ক ছেড়ে দেন। এরপর দীর্ঘ যানজটে আটকে থাকা গাড়ি চলতে শুরু করে।
নিজেকে অভ্যুত্থানে আহত দাবি করে শাহবাগ অবরোধ কর্মসূচিতে থাকা আন্দোলনকারীদের এক নেতা আরমান হ্যান্ডমাইকে বলেন, ‘আমরা তিন দাবিতে লং মার্চ করব। সব আহতরা এতে অংশ নেবেন। সবার সঙ্গে আলোচনা করে আমরা তারিখ ঘোষণা করব।’
পুলিশের রমনা জোনের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ‘লং মার্চ করবেন বলে ঘোষণা দিয়ে আহতরা সড়ক ছেড়ে দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে অভ্যুত্থানে আহতরা শাহবাগ মোড় আটকে অবস্থান নিয়েছিলেন। এতে কোনো যানবাহন শাহবাগ মোড় অতিক্রম করতে পারছিল না। বিকল্প সড়কে যানবাহন চলাচল করলেও দুর্ভোগে পড়েছিলেন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ এ সড়ক বন্ধ থাকায় গাড়ির চাপ বাড়ে অন্যান্য সড়কে। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে সড়কে থাকা ব্যক্তিরা এবং অফিসে ফেরত চাকুরিজীবীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন।