ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি আহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

রাজধানীর ডেমরা বামইল এলাকার একটি বাসায় পরকীয়া সন্দেহে জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। 
এ ঘটনায় স্বামী সোহাগ মিয়াকে (৩০) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ডেমড়া বামইল মাতাব্বর গলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সোহাগের স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগম (৪০)। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মোরশেদার মামা শহিদুল ইসলাম আকাশ জানান, তারা উভয়ই গার্মেন্টস কর্মী। দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে স্বামী ধারালো ছুরি দিয়ে মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মাথা, গলা ও বুকে গুরুতর রক্তাক্ত জখম করে, সে সময় তাকে বাঁচাতে তার মা সাহিদা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
তাদের চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। সোহাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহমুদুর রহমান বলেন, স্বামী তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। 

আটক সোহাগ জানিয়েছে, তার স্ত্রী পরকীয়া করতেন। বিষয়টি তার শাশুড়িকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনে কর্ণপাত করেনি। এসব নিয়ে রাগে কুপিয়ে আহত করেছে। আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

LH/FJ
আরও পড়ুন