চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন ম্যাটস শিক্ষার্থীরা। এর আগে, গত শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলো হলো:
১. শূন্য পদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়সহ কমিউনিটি ক্লিনিকে পদ বাড়ানো।
২. অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা চালু।
৩. প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ, নামে বোর্ড চালু।
৪. অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়ার।