সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

রাজধানীর ব্যস্ততম সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার পর সায়েন্সল্যাব মোড় এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই তা মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। 

এখন পর্যন্ত ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা) সংঘর্ষ চলমান রয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।

 

DR
আরও পড়ুন