জাতীয় প্রেসক্লাবে স্টাইল মেহেদী উৎসব অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধারাবাহিকভাবে এবারও জাতীয় প্রেসক্লাব ও ঢাকাবাসী সংগঠনের যৌথ উদ্যোগে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তনে এই স্টাইল মেহেদী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাতে মেহেদি অংকন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 

PC 2

মেহেদী অংকন প্রতিযোগিতায় ডলি ইকবাল বিজনেস নিউজ ও তানিয়া আক্তার জুটি চ্যাম্পিয়ন, সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত ২য় এবং রুমপল রয়টার্স ও নাদিরা তৃতীয় স্থান অধিকার করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, সদস্য শাহনাজ বেগম পলি, পলিন কসমেটিকস্ লিমিটেডের এম.ডি মো. বজলুর রহমান, পলিন কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান সুফিয়া আক্তার, ঢাকাবাসীর সহ-সভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স প্রমুখ।

PC

ঢাকাবাসী ও ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেসের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী চাঁদরাত পর্যন্ত নগরের বিভিন্ন এলকায় মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে ঢাকাবাসীর উদ্যোগে।