জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পূনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন হতাহতদের পরিবার।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আহত ব্যক্তিরা দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সারা জীবন যেন বিনা মূল্যে চিকিৎসা পান। চিকিৎসায় তারা অগ্রাধিকার পান। আর কারও যদি দেশে চিকিৎসা সম্ভব না হয় এবং বিদেশে চিকিৎসার করার ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন তারা।
