রাজধানীর হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত পিনাক রঞ্জন সরকার (২৪) ময়মনসিংহ সদর উপজেলার টি এন রায় সড়ক এলাকার বাসিন্দা রঞ্জন সরকারের সন্তান ও ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী।
নিহতের রুমমেট জাহিদ হাসান বলেন, সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি, তার কোনো সাড়াশব্দ নেই। রুমের দরজাও বন্ধ, ভেতর থেকে লক করা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিলে কলাবাগান থানা পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, মাসখানেক ধরে সে সম্ভবত ডিপ্রেশনে ছিল। সবসময় চুপচাপ থাকত, কারণ জানতে চাইলে কিছুই বলত না।
কলাবাগান থানার এসআই মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাতে ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।