ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল বন্ধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ এএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এখনো বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা গেছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে আসার চেষ্টা করায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ চিত্র দেখা গেছে।

এর আগে, আজ দুপুর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে আসছেন।

HN
আরও পড়ুন