রাজধানীর যাত্রাবাড়ীতে সৌদিয়া পরিবহনের যাত্রীর ব্যাগে থাকা মরিচের ভেতর লুকানো ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শাহজাহানপুরে থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৪ মে) বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম যাত্রাবাড়ীর ঘটনা ও ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শাহজাহানপুরের ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. মশিউর রহমান (৪২) ও রোহিঙ্গা নাগরিক আকবর।
২৩ মে দুপুরে মরিচসহ আকবরকে গ্রেপ্তার করা হয় এবং রাতে কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, ২৩০ গ্রাম মরিচ উদ্ধার করা হয়। প্রতিটি মরিচের ভেতর থেকে ৪০ থেকে ৬০টি ইয়াবা পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে আকবর মরিচ নিয়ে সৌদিয়া বাসে ওঠে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ টাকা। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।