ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘রহস‍্যজনক’ গর্ত!

ধানমন্ডি সাত মসজিদ রোডে ‘রহস‍্যজনক’ গর্ত তৈরি হয়েছে। এর ফলে পুরো সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরের পর সাত মসজিদ রোডের সংকর ফুটওভার ব্রিজ সংলগ্ন সড়কে একটি ছোট গর্ত লক্ষ করা যায়, যা বিকেল নাগাদ বড় গর্তে পরিণত হয়। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অনেকেই এটিকে ‘সিঙ্কহোল’ বলে দাবি করছেন, তবে কী কারণে এই গর্ত তৈরি হয়েছে তা এখনও জানা যায়নি।

https://www.facebook.com/watch/?mibextid=Nif5oz&v=692433893532701

সরেজমিন দেখা যায়, তৈরি হওয়া গর্তের চারপাশে উৎসুক মানুষের ভিড়। গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে। তবে ওয়াসা কিংবা প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। যার ফলে ভোগান্তিতে পড়েছেন এখানকার সাধারণ মানুষ।

গর্তটির ঠিক সামনের আরেকটি স্পটে আরেকটি গর্ত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।