ঢাকার পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি

রাজধানীতে কোরবানির পশুর হাটে কেনা-বেচা শুরু হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে হাটগুলোয় পশু নিয়ে আসছেন বিক্রেতারা। কোরবানির হাটে বড় আকৃতির গরু নজর কাড়লেও এবার মাঝারি ও ছোট দেশি গরুর চাহিদা বেশি। 

তবে এবার পশুর দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। অপরদিকে ব্যবসায়ীদের দাবি, গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে।

রাজধানীর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (৩ জুন) থেকে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। গাবতলী পশুর হাটে প্রথম দিন ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রথম দিনে হাটে গরু-ছাগল বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও বিক্রেতারা। ক্রেতারাও দাম নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

এ বছর হাটে গরুর দরদাম নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে কাদের আলী নামে এক ক্রেতা বলেন, ‘বিক্রেতা ১ লাখ ৯০ হাজার টাকা দাম চেয়েছিলেন। গরুটি পছন্দ হওয়ায় ১ লাখ ৪০ হাজার টাকায় বনিবনা হয়।’