মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনার সময় বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার (১০ জুন) তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সেলিম (৪৫), রফিক (৪০), সাদ্দাম (৩০), উজ্জ্বল (৩২) ও শামীম (২৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত একজন, মাদক মামলার একজন, দস্যুতার মামলার একজন এবং অন্যান্য মামলার দুইজন আসামি রয়েছেন।