কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের ভিড়

ঈদুল আজহার ছুটি শেষ রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তাই রেল, সড়ক ও নৌ পথে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কেউ এসেছেন সপরিবারে, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় আজকের যাত্রীর ভিড় একটু বেশি দেখা গেছে।

ঢাকা ফেরত আসা যাত্রীরা বলেছেন, ঈদের ছুটিতে গ্রামে গেলেও চাকরির কারণে ফিরতে হচ্ছে। ট্রেনে ভিড় থাকলেও সঠিক সময়ে পৌঁছাতে পেরেছেন। অনেকে বলেছেন, অফিস শুরু রোববার। কিন্তু শুক্রবারের টিকিট পেয়েছেন। তাই আগেভাগেই চলে এসেছেন। 

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, সকাল থেকে ১০টা আন্তঃনগর ট্রেন কমলাপুরে ঢুকেছে। সব ট্রেন সঠিক সময়ে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।