‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি চাকরি অধ্যাদেশের মাধ্যমে সরকার একটি কালো আইন তৈরি করা নজির দেখিয়েছে। এই আইনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার হবে। এতে কর্মচারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে আইন বাতিলের দাবি জানান তারা। একই সঙ্গে নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি জানান।
এসময় বক্তারা দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।