ইশরাক সমর্থকদের প্রতিবাদের মুখে আজও নগর ভবন বন্ধ

ইশরাক সমর্থকদের প্রতিবাদে আজও বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন। রোববার (২২ জুন) ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের সমর্থকরা।

এ সময় নগর ভবনের সিঁড়িতে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’ ও ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ বিভিন্ন স্লোগান দেন। 

গত ১৫ মে থেকে শুরু হওয়া এই আন্দোলন চলাকালীন সময়ে ইশরাকের অনুসারীরা নগর ভবনের মূল ফটক বন্ধ রেখে সেবা কার্যক্রমও আটকে দিয়েছিলেন। যদিও জরুরি সেবা যেমন জন্ম নিবন্ধন সনদ দেওয়া চালু রাখা হয়।