রাজধানীর মগবাজারে স্ত্রী-সন্তানসহ সৌদি প্রবাসী মনির হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটানা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক।
নিহতের পরিবারের অভিযোগ, হোটেলের খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
ওসি গোলাম ফারুক জানান, লক্ষীপুরের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে মগবাজারে একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন। সেখানেই খাবার খেয়ে বমি করেন। পরে তাদের উদ্ধার করে আদ দ্বীন হাসাপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা তিনজন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হবে বলে জানান ওসি।