রাজধানীর লালবাগে সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে চাঁন মিয়া (৪০) নামের এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল শহীদ নগরের ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটক চাঁন মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, শহীদ নগরের বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়াপট্টি এলাকায় একটি সরকারি জমি জোরপূর্বক দখল করে সেখানে রিকশার গ্যারেজ স্থাপন করেছিলেন চাঁন মিয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই জমি দখলে রেখে আর্থিকভাবে লাভবান হচ্ছিলেন।
এছাড়া, শহীদ নগর এলাকায় তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার, নিরীহ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান চালায়।অভিযানের সময় ঘটনাস্থলেই চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় সেনা সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
লালবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বলেন, শহীদ নগর এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে চাঁন মিয়াকে আটক করে আমাদের থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।