রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপের’ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার (১৯ জুলাই) মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত, ইমন, ফজলে রাব্বি ও মো. রোমান। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ করা হয়েছে।
রোববার (২০ জুলাই) র্যাব ২–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু জানান, এলটিডি বয়েজ গ্রুপ সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় তৎপরতা শুরু করেছে। এই গ্রুপের সদস্যদের গড় বয়স ১৮ থেকে ২০ বছর। তারা প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে মানুষজনকে অস্ত্রমুখে সর্বস্ব লুটে নেন। এ ছাড়া তারা জমি দখল, এলাকাভিত্তিক মারামারির সঙ্গেও জড়িত। এ গ্রুপের সদস্যরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে অস্ত্র নিয়ে ছিনতাই ও মহড়া দেওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
র্যাব–২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছে। যার কারণে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ১৯ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ের প্রস্তুতি চলছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং এলটিডি বয়েজ গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।