রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছেরোববার (২০ জুলাই) রাত ৮টার দিকেঘটনা ঘটেতবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল নাবাজির মতো শব্দ হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের আলামতও পাওয়া যায়নি।

তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের ধারণা, কেউ দূর থেকে ককটেলগুলো ফাটিয়েছে।