যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২৩)  নামে এক মাদক কারবারিকে ২০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এক মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। 
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সাইফুল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করতো বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।