মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৩ আগস্ট) ভোরে কাটাসুর এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ভোরে কাটাসুর এলাকায় টহলের সময় কয়েকজন যুবককে  সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনাসদস্যরা। তাকে থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে লিটন মিয়া (১৯) নামের একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ধারালো ‌‘পাঞ্চ রিং’ পাওয়া যায়, যা সহজেই মারাত্মক আঘাত হানতে সক্ষম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই বের হয়েছিল এবং কেউ বাঁধা দিলে এই পাঞ্চ রিং দিয়ে আঘাত করতো।

পরে তার দেওয়া তথ্যমতে রাতেই অভিযান চালিয়ে তার দুই সহযোগী- সাব্বির ও রাকিবকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে একটি ধারালো সামুরাই ছুরি সহ গ্রেপ্তার করা হয়।

তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ওই কর্মকর্তা।