বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে দক্ষিণ সিটির অভিযান, জরিমানা

বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান এ নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় দক্ষিণ সিটির ৫৫ নং ওয়ার্ডস্থ সেকশন মোড় সংলগ্ন বুড়িগঙ্গা চ্যানেলের জায়গায় অবৈধভাবে মাটি ভরাট করায় সাঈদ হোসেন ময়না নামে একজনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে সাথে ভরাটকৃত কিছু মাটি সরিয়ে দেয়া হয়। অবশিষ্ট মাটি চলতি মাসের ১৫ তারিখের এর মধ্যে সরিয়ে  নিতে নির্দেশ দেওয়া হয় ।

অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কানুনগো মো. আনোয়ার হোসেন, সার্ভেয়ার মো. আলমগীর হোসেন।