ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইটি ব্যবসার আড়ালে সিসার রমরমা বাণিজ্য, গ্রেপ্তার ২

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

আইটি ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক সিসা বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা ইউনিট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক সরবরাহের বিষয়টি নজরে আসে গোয়েন্দা বিভাগের। নিয়মিত নজরদারির অংশ হিসেবে কয়েকটি চালান জব্দ করা হলেও সম্প্রতি তথ্য পাওয়া যায় একটি চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সিসা সরবরাহ করছে।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে ঢাকা বিভাগের গোয়েন্দা শাখার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এতে ১৮ কেজি সিসা, হুক্কা সেট, সিসা সেবনে ব্যবহৃত চারকোল, সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, সিসা বারে কঠোর অভিযান ও নজরদারি বাড়ানো হলে কারবারিরা নতুন কৌশলে অনলাইন অর্ডার, সোশ্যাল মিডিয়া পেজ এবং গোপন ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে সিসা সরবরাহ শুরু করে। এ অবস্থায় বিশেষ গোয়েন্দা তৎপরতা চালিয়ে রাজধানীতে সক্রিয় একটি অনলাইনভিত্তিক চক্রকে শনাক্ত করা হয়।

ছদ্মবেশী ক্রেতা সেজে প্রথমে ডেলিভারি ম্যান মো. আশিকুর রহমান সামির সঙ্গে যোগাযোগ করা হয়। হাতিরঝিলে ডেলিভারির সময় সামিকে আটক করা হয়। তার স্কুলব্যাগ তল্লাশিতে ২ কেজি ‘AL FAKHER’ সিসা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সামি জানায়, সে অনলাইন অর্ডার অনুযায়ী সিসা সরবরাহ করত এবং এর পেছনে একটি বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। চক্রের মূল নিয়ন্ত্রক হিসেবে সে মো. আব্দুল আলিম ওয়াসিফের নাম প্রকাশ করে।

তার তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ‘ইনোভেট’ নামের দোকানে অভিযান চালিয়ে মালিক ওয়াসিফকে আটক করা হয়। পরে স্টোর রুম তল্লাশি করে আরও ১৬ কেজি সিসা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সিসা সরবরাহ করত এবং সামি তার হয়ে ডেলিভারি দিত।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

আরও পড়ুন