আজ ৫ আগস্ট। ঠিক এক বছর আগে ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার দেশত্যাগের স্মরণে পালিত হচ্ছে ‘বিজয়ের এক বছর পূর্তি দিবস’। এই উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। ছাত্র-ছাত্রী, পেশাজীবী, নারী-পুরুষ, এমনকি শিশুরাও অংশ নেয় এই আনন্দঘন সমাবেশে।
দুপুর ১২টার মধ্যেই পুরো এলাকা জনতায় পূর্ণ হয়ে ওঠে। কেউ গানে মেতে ওঠে, কেউ স্লোগান দেয়, কেউবা রঙ ছিটিয়ে উদযাপন করে বিজয়ের অনুভূতি। আনন্দ-উল্লাসে ভরে ওঠে চারদিক।
উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। তারা মঞ্চে পরিবেশন করেন গান,জারি গান, গণসংগীত ও নাট্যাংশ। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সাধারণ মানুষের মাঝে শুরু হয় রঙ ছিটানোর ও বিভিন্ন স্লোগানের উৎসব।
এদিকে সড়কের দুই পাশে পসরা সাজিয়ে বসে পড়ে শত শত হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী। তারা নানা সামগ্রী ও স্মারক বিক্রি করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্লোগান লেখা টি-শার্ট, ব্যাজ, ফেস্টুন ও প্ল্যাকার্ড। অনেকের হাতে-মুখে দেখা গেছে ‘৩৬ জুলাই’, ‘গণতন্ত্রের বিজয়’ প্রভৃতি স্লোগান লেখা। টি-শার্ট ও ব্যাজেও লেখা ৩৬ জুলাই।
আয়োজকরা জানান, অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় উপস্থিতরা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করে।
উপস্থিত অনেকে বলেন, বিজয়ের আজ বর্ষপূরণ হয়েছে। বিজয়ের এই উৎসব আমাদের মাঝে থাকবে অনন্ত কাল। আমরা কোন দিন এই বাংলায় ফ্যাসিস্ট তৈরি হতে দিব না। আজ মনে হচ্ছে এ যেন দেশ পরিবর্তনের এক বিজয়োৎসব স্বৈরাচারের পতনের পর জনতার বিজয়ের উচ্ছ্বাসের এক বহিঃপ্রকাশ।