রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার 

রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) চার ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ। বুধবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না। 

যেসব এলাকায় গ্যাস থাকবে না-
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় কিছু স্থানে গ্যাস সরবরাহ থাকবে না। এর মধ্যে রয়েছে- চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরী বাড়ী, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজিগঞ্জ থেকে ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়ি এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকবৃন্দেদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে গ্যাস সরবরাহকারী সংস্থাটি।