বাকিতে ইয়াবা না দেওয়ায় মাদক বিক্রেতাকে হত্যা

রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা সরবরাহে অস্বীকার করায় হীরা নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জীবন মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার (৬ আগস্ট) সকাল আনুমানিক আটটার সময় বংশাল থানাধীন মালিটোলাস্থ ৪৮ নম্বর গোলক পাল লেনে ঘাতক  জীবন মিয়া মাদক বিক্রেতা  হীরাকে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে।

 

কিন্তু বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।

গ্রেপ্তার জীবন মিয়াকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।