ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন ভাইরাল সিদ্দিক

ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে জনরোষে পড়ে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন ভাইরাল সিদ্দিক। যিনি কখনো নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপিকে গালাগালি করে আলোচনায় এসেছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।  

এসময় তাকে দেখামাত্র জনতা ধাওয়া দেন। পরে তিনি পূর্ব পাশের প্রধান সড়কে চলন্ত বাসে ওঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে নামিয়ে নেয় তারা। এসময় তাকে কয়েকজন যুবক বেধড়ক পিটুনি দেন। পরে তাকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এরপর শতাধিক জনতা তাকে ঘিরে ধরলে তরিকুল নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) তাকে হেফজাতে নিয়ে এলাকা থেকে বের করে দেন। 

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। পরে সিদ্দিক মিরপুর সড়ক ধরে চলে যান।