শ্যামপুরে ফুটপাত থেকে দুই জনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের পাশে ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মনির হোসেন (৩৮)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে তাদের অচেতন অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইফরান উদ্দিন গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।