ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে মোট ২ হাজার ২৬৪টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৩৯০টি গাড়ি ডাম্পিং ও ১১৮টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়। এসব মামলার মধ্যে রয়েছে লাইসেন্স না থাকা, বেআইনিভাবে পার্কিং, রেজিস্ট্রেশনবিহীন যান, রুট পারমিট না মানা, ফিটনেস ঘাটতি ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা শহরে প্রতিদিনের যানজট, বেআইনি পার্কিং ও ট্রাফিক আইন অমান্য করে চলা যানবাহন শহরবাসীর দুর্ভোগ বাড়িয়ে তোলে। এ অবস্থায় ট্রাফিক বিভাগের এমন অভিযান নগরবাসীর স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের এমন নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ হলেও, একইসঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং পরিবহন খাতে দীর্ঘদিনের অনিয়ম দূর করতেও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলছেন বিশ্লেষকরা