ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৪

রাজধানীর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সিটি কলেজের তিনজন এবং ঢাকা কলেজের একজন রয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এ ঘটনায় সায়েন্সল্যাব এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে।

উল্লেখ্য, চলতি বছরে এটি দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বড় সংঘর্ষ। এর আগে, ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চেও একই ধরনের ঘটনা ঘটে, যেখানে অনেক শিক্ষার্থী ও পথচারী আহত হন।

পুলিশ ও স্থানীয়দের আশঙ্কা, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ফলে জননিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এবারের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।