আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বাড্ডায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জমি দখল ও জোরপূর্বক নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২আগস্ট) সকালে রাজধানীর মগবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জমির মালিক ভুক্তভোগী মো. রনি খান (৩৭)।
ভুক্তভোগী রনি খান লিখিত বক্তব্যে জানান, বাড্ডার পূর্বপাড়ায় তাদের পৈত্রিক (দাগ নং ৮৫৪/৮৫৫ নম্বর) জমিতে একটি তিনতলা ভবন রয়েছে। যেখানে কয়েকটি পরিবার ভাড়া থাকেন। জমি নিয়ে মামলা চলমান এবং আদালত ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছেন। তবুও বিবাদী পারুল বেগম, আনিছ উদ্দিন, জব্বার, বিল্লাল, বন্যা, রবিন, শাওন, আলো ও রওশন আরা প্রভাবশালী মহলের সহায়তায় দীর্ঘদিন ধরে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, তারা গত ১৫ আগস্ট সকাল ৭টার দিকে তার বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং জোরপূর্বক নির্মাণকাজ শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে রনি খান ও তার চাচাতো ভাই আলমকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত ও জখম করা হয়।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, ঘটনার পর বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যত দখলকারীদের পক্ষেই অবস্থান নেন। এমনকি থানার ওসি সাইফুল ইসলাম জায়গা ভাগাভাগির প্রস্তাব দিলেও বিবাদীরা কোনো নির্দেশ মানেনি এবং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে রনি খান এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।