রাজধানীর হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। শনিবার (৩০ আগস্ট) থেকে দুই সপ্তাহের জন্য এ পাইলটিং কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
ডিটিসিএ জানিয়েছে, এই পাইলট প্রকল্পে শিক্ষা ভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সাতটি সিগন্যাল ইন্টারসেকশনে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সরেজমিন পরিদর্শনে যাবেন শেখ মইনউদ্দিন। এ ছাড়া সচেতনতামূলক প্রচারণা চালাতে লিফলেট বিতরণ, টেলিভিশনে প্রচার ও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানান কর্মকর্তারা।
২০২৩ সালের অক্টোবর মাসে ঢাকার যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রাজধানীর ২২টি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী, প্রথম ধাপে চারটি মোড়ে সিগন্যাল বসানোর কথা থাকলেও প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল।
অবশেষে প্রায় ১০ মাস পর ডিটিসিএ-এর সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এবং বুয়েটের বাস্তবায়নে এই সিগন্যাল বসানোর কাজ শুরু হয়েছে।
কর্তৃপক্ষের আশা, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর বাকি ইন্টারসেকশনগুলোতেও স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে।