মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। 

ডিএমপি জানায়, দিনব্যাপী অভিযানে মোহাম্মদপুর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রাকিব (২৮), জাকির (২৮), আকলিমা (২৮), রাজু (৩০), ইমন (২১), পলাশ (২৫), রতন (২১), রাকিব (২২), আলামিন (২২) ও শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়। 

অন্যদিকে আদাবর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সাগর (২৮), আকাশ (২০), আল আমিন(২০), আবু বক্কর মোহন, আব্দুল লতিফ (৫৫), আসাদুল ইসলাম (৩৫ ), আতিকুল ইসলাম (২৭), শাহাদাত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩০), মাসুদ মুন্সি (৪০) ও রনজু মিয়া (৪৫)। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।