রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগ এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। যদিও মিছিলটি খুব সংক্ষিপ্ত সময়ে শেষ হওয়ায় তেমন কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই ব্যানার গুটিয়ে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার হয়।

গ্রেপ্তার কৃতদের মধ্যে রয়েছেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) এবং বাদশা মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, সকালে কিছু তরুণ ব্যানার হাতে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোতে থাকলেও খুব দ্রুত রাস্তায় অবস্থান শেষ করে চলে যায়। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ বলে স্লোগান দেয়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং কারা আশপাশ থেকে ধরা পড়েছে, তা যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।