রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে তিন দিনের ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলার দ্বিতীয় দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির কারণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা জানিয়েছে, দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও ট্যুর অপারেটররা সাশ্রয়ী মূল্যে নানা রকম ভ্রমণ প্যাকেজ ও বিশেষ ছাড় দিচ্ছে। আর এ সুযোগ কাজে লাগাতেই পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা ভিড় করছেন মেলায়।
ধানমণ্ডি থেকে আসা রাহাত শিকদার বলেন, ‘দেশ-বিদেশ ঘুরে বেড়ানো আমার নেশা। এই মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ তৈরি হয়।’
মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ পার্টনার দেশ ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের নানা প্রতিষ্ঠান। দুইটি হলে স্থাপিত প্রায় ১৮০টি বুথে অংশ নিচ্ছে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এ ছাড়া দেশের নামকরা হোটেল ও রিসোর্ট তাদের লাক্সারি সেবাও তুলে ধরছে।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রাইম পার্টনার দেশ নেপাল, পার্টনার দেশ ফিলিপাইন ও মালদ্বীপ, আর হোস্ট দেশ হিসেবে থাকছে ‘বিউটিফুল বাংলাদেশ’। শুধু বাণিজ্যিক আদান-প্রদান নয়, এ মেলা পর্যটন শিল্পের সামগ্রিক চিত্রও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করছে। থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন, বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট শোকেস। বিশেষ করে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেসে’ দেশের সম্ভাবনাময় প্রকল্প এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরা হচ্ছে।
মেলার চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের ফেয়ার-ফেস্টিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবছরের মতো এবারও ব্যাপক সাড়া পাচ্ছি। সরকারও মেলাটিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে।’
মেলার ৩য় দিন শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিন, ফিলিপাইন ও মালদ্বীপের রাষ্ট্রদূত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। তবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। প্রবেশ কুপনের বিপরীতে থাকছে র্যাফেল ড্রয়ের সুযোগ, যেখানে বিজয়ীরা পাবেন এয়ারলাইনস টিকিট ও আকর্ষণীয় গিফট ভাউচার।