রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর যাত্রবাড়ীতে একটি বাসায় ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পরপরই প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধদের পরিচয়

মো. তুহিন হোসেন (৩৮)

ইবা আক্তার (৩০) – তুহিনের স্ত্রী

তানভীর (৯) – তাদের ছেলে

তাওহীদ (৭) – ছোট ছেলে

পরিবারের চারজনই বিস্ফোরণের সময় ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, চারজনেরই শরীরের বিভিন্ন অংশে মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছে। বিশেষ করে শিশু দুটির অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ বা বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে যাত্রাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।